সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্ব আয় বাড়াতে বেনাপোল কাস্টমস কমিশনারের সাথে স্টেক হোল্ডারদের ভিডিও কনফারেন্স শনিবার

রোকনুজ্জামান রিপন :/=

করোনা দূর্যোগ মোকাবেলা করে বেনাপোল বন্দর দিয়ে দু দেশের আমদানি রফতানি বানিজ্যকে আরো গতিশীল ও রাজজ্স্ব আয় বাড়াতে আগামিকাল শনিবার বেলা ৩.৩০ মি: বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ ব্যবসায়ীদের সাথে ভিডিও কনফারেন্স করছেন কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।

কনফারেন্সে হোস্ট হিসেবে থাকছেন কমিশনার বেলাল হোসোইন চৌধুরী। আলোচনায় স্থল ও রেল বাণিজ্য, কভিড -১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য নিরাপত্তা ও সাম্প্রতিক বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের অধীনে লাইসেন্সধারী এজেন্ট নিজ নামে জুম আইডি খুলে যথাসময়ে সংযুক্ত হবেন।অতিরিক্ত কমিশনার, যুগ্ন কমিশনার, ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার ও আরও গোয়েন্দা সভায় সম্পৃক্ত থাকবেন।
আগে আসার ভিত্তিতে জুম-এ প্রথম ১০০ জন সম্পৃক্ত হবেন ভিডিও কনফারেন্সে। পরবর্তী সভা আগামি সপ্তাহে বেনাপোল সিএন্ডএফ স্টাফদের সাথে। স্টাফদের সবাইকে তৈরি থাকতে হবে।

মিটিং লগইন:
Meeting ID: 721 3546 0805
Pass Word : 9fzNdM

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

শার্শার বাগআঁচড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মাহফিল 

রাজস্ব আয় বাড়াতে বেনাপোল কাস্টমস কমিশনারের সাথে স্টেক হোল্ডারদের ভিডিও কনফারেন্স শনিবার

প্রকাশের সময় : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০

রোকনুজ্জামান রিপন :/=

করোনা দূর্যোগ মোকাবেলা করে বেনাপোল বন্দর দিয়ে দু দেশের আমদানি রফতানি বানিজ্যকে আরো গতিশীল ও রাজজ্স্ব আয় বাড়াতে আগামিকাল শনিবার বেলা ৩.৩০ মি: বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ ব্যবসায়ীদের সাথে ভিডিও কনফারেন্স করছেন কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।

কনফারেন্সে হোস্ট হিসেবে থাকছেন কমিশনার বেলাল হোসোইন চৌধুরী। আলোচনায় স্থল ও রেল বাণিজ্য, কভিড -১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য নিরাপত্তা ও সাম্প্রতিক বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের অধীনে লাইসেন্সধারী এজেন্ট নিজ নামে জুম আইডি খুলে যথাসময়ে সংযুক্ত হবেন।অতিরিক্ত কমিশনার, যুগ্ন কমিশনার, ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার ও আরও গোয়েন্দা সভায় সম্পৃক্ত থাকবেন।
আগে আসার ভিত্তিতে জুম-এ প্রথম ১০০ জন সম্পৃক্ত হবেন ভিডিও কনফারেন্সে। পরবর্তী সভা আগামি সপ্তাহে বেনাপোল সিএন্ডএফ স্টাফদের সাথে। স্টাফদের সবাইকে তৈরি থাকতে হবে।

মিটিং লগইন:
Meeting ID: 721 3546 0805
Pass Word : 9fzNdM