মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার পতন হলেও এখনো চূড়ান্ত বিজয় আসেনি: হাসনাত

ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো চূড়ান্ত বিজয় আসেনি।

তিনি বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটাতে পেরেছি। কিন্তু গণভবনের সঙ্গে রাষ্ট্র উপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিলোপ ঘটাতে পারিনি। এ ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করবে।

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির সদস্য সচিব আখর হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সিরাজগঞ্জে সাংবাদিকদের হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

শেখ হাসিনার পতন হলেও এখনো চূড়ান্ত বিজয় আসেনি: হাসনাত

প্রকাশের সময় : ০৪:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো চূড়ান্ত বিজয় আসেনি।

তিনি বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটাতে পেরেছি। কিন্তু গণভবনের সঙ্গে রাষ্ট্র উপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিলোপ ঘটাতে পারিনি। এ ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করবে।

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির সদস্য সচিব আখর হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরে উপস্থিত ছিলেন।