
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িঘর ভাঙচুর মারপিট করে জমি দখলের চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে।
সরেজমিনে জানা গেছে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের পিতা মৃত শমসের মোল্লার ছেলে আহমদ আলী মোল্লার পৈত্রিক সম্পত্তি ১২৭৭নং দাগে ৬০ শতক জমি ভোগ দখল করে আসছে। এ দিকে ঐ জমি নিয়ে একই গ্রামের আলাউদ্দিন গং নিজের বলে দাবি করে। উক্ত জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ন্যায় বিচারের স্বার্থে ভূক্তভোগী আহমদ আলী মোল্লা বাদী হয়ে বগুড়ার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৫ পি /২০২৫ (গাবতলী) বিজ্ঞ আদালত নালিশি সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪-০১-২৫ তারিখে ফৌজদারি কার্যবিধি ১৪৪-১৪৫ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করে। উক্ত ঘটনায় উভয় পক্ষকের জানমালের ক্ষয়ক্ষতি সাধনসহ আইন শৃঙ্খলা অবনতি হতে পারে এহেন কার্যকলাপ হইতে বিরত থাকার জন্য গত ২৫ জানুয়ারী গাবতলী মডেল থানার এ এস আই মনিরুল ইসলাম একটি নোটিশ জারি করেন। এই নোটিস সামান্য করে গত ৪ফেব্রুয়ার রাতে প্রতিপক্ষ একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে আহমদ আলীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটায়। এ ব্যাপারে গাবতলী মডেল থানার এ এস আই মনিরুল ইসলাম বলেন আদালতের নিষেধাজ্ঞার নোটিশ উভয়কে প্রদান করেছি।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি 







































