বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরণখোলায় শহীদ দিবসের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ-এর সভাপতিত্বে আজ সকালে তার কার্যালয়ে শহীদ দিবসের প্রস্তুতি সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শরণখোলা সেনা ক্যাম্পের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় স্কুল ও মাদ্রাসার প্রধানগণ, সাংবাদিক এবং সুধীবৃন্দ।
সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও, উপজেলা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং তা বজায় রাখতে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও সুদীপ্ত কুমার সিংহ বলেন, “শহীদদের স্মরণে এ দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে দিবসটি পালনে সকলের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি, উপজেলা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সভায় উপস্থিত সকলে শহীদ দিবসের সব আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
জনপ্রিয়

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ২১ লাখ টাকার সোনা

শরণখোলায় শহীদ দিবসের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ-এর সভাপতিত্বে আজ সকালে তার কার্যালয়ে শহীদ দিবসের প্রস্তুতি সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শরণখোলা সেনা ক্যাম্পের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় স্কুল ও মাদ্রাসার প্রধানগণ, সাংবাদিক এবং সুধীবৃন্দ।
সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও, উপজেলা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং তা বজায় রাখতে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও সুদীপ্ত কুমার সিংহ বলেন, “শহীদদের স্মরণে এ দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে দিবসটি পালনে সকলের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি, উপজেলা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সভায় উপস্থিত সকলে শহীদ দিবসের সব আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।