বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের বার্তাসংস্থা পিটিআই।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

হাসপাতাল সূত্রে অবশ্য জানিয়েছে যে কংগ্রেসের সাবেক সভানেত্রী এখন সম্পূর্ণ সুস্থ, শুক্রবার ছাড়া পেতে পারেন।  তবে এবারে ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা জানায়নি সূত্র। উল্লেখ্য, গত ডিসেম্বরেই ৭৮ বছর পূর্ণ করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বড় পুত্রবধূ।

এর আগে ২০১১ সালের অগস্টে ক্যানসারের চিকিৎসায় তার দেহে অস্ত্রোপচার হয়েছিল। তখন স্বাভাবিক কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তারপর ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হন তিনি। প্রতিবারই হাসপাতালে ছিলেন তিনি।

জনপ্রিয়

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

প্রকাশের সময় : ০৮:৩৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের বার্তাসংস্থা পিটিআই।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

হাসপাতাল সূত্রে অবশ্য জানিয়েছে যে কংগ্রেসের সাবেক সভানেত্রী এখন সম্পূর্ণ সুস্থ, শুক্রবার ছাড়া পেতে পারেন।  তবে এবারে ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা জানায়নি সূত্র। উল্লেখ্য, গত ডিসেম্বরেই ৭৮ বছর পূর্ণ করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বড় পুত্রবধূ।

এর আগে ২০১১ সালের অগস্টে ক্যানসারের চিকিৎসায় তার দেহে অস্ত্রোপচার হয়েছিল। তখন স্বাভাবিক কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তারপর ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হন তিনি। প্রতিবারই হাসপাতালে ছিলেন তিনি।