
সৌদি আরবে একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে গত এক সপ্তাহে ২১ হাজার ২২২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সৌদি প্রেস অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে ১৩ হাজার ২০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৯১১ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার ১০৯ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৩৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৫৮ শতাংশ ইউথোপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।
আন্তর্জাতিক ডেস্ক 







































