
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার (BHDS) চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম জেলা কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার (BHDS)উদ্যোগে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের কলেজিয়েট হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন দুলাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও মন্টু কুমার দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন মুহাম্মদ শওকত আলী নূর।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার ও সামাজিক সংগঠক এবং অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার শীল, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্মআহবায়ক শওকত আলম খাজা ,সাবেক ছাত্রনেতা রুবেল বড়ুয়ার হৃদয়, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান।
প্রধান আলোচক ছিলেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া।
বক্তব্য রাখেন, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মাস্টার আবুল হোসেন, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা মুন্সিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও মীর কাদিম, পৌরসভার সাবেক পৌর প্যানেল মেয়র আসমা আক্তার, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা সোনারগাঁও পৌরসভা কমিটির সভাপতি মো: মজিবুর রহমান প্রধান।
এ সময় অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সিনিয়র ফটোসংবাদিক জামাল তালুকদার. অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি ডাক্তার নুরজাহান. মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা ঝিনুকা, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান. সদস্য মোঃ দৌলত মিয়া. অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কবির হোসেন. মেজবাহ উদ্দিন চৌধুরী. সজল কান্তি বড়ুয়া. প্রকৌশলী প্রিয়ম বড়ুয়া. শিক্ষক রুমা বড়ুয়া. কবি ও ছড়াকার উৎপল বড়ুয়া. ইয়াসিন রানা সোহেল. সৈয়দ নূরে আজম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মুহাম্মদ শওকত আলি নূর বলেন, আজকের পর থেকে চট্টগ্রামের প্রতিটি মহলে এই সংগঠনের নাম ছড়িয়ে যাবে -ইনশাআল্লাহ।আমরা আশা করি, এই সংগঠন একদিন চট্টগ্রাম মাটিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিবে, আগামী দিনের স্বপ্ন দেখাবে। কিশোর কিশোরীদেরকে সঠিক পথ দেখাবে, বেঁচে থাকার স্বপ্ন দেখাবে। আসুন আমরা সবাই যার যার নিজ অবস্থান থেকে অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করি। যারা আমাদের তরুণ প্রজন্ম এবং ছোট কিশোর রয়েছে তাদেরকে নৈতিকতা বিষয় জানাতে হবে, জানাতে হবে ভালো মন্দ বিষয়গুলোকে। দোয়া করি যারা এ সংগঠনের দায়িত্ব পালন করে চলেছেন প্রত্যেকটি ব্যক্তির কথা খুবই সুন্দর, আমিও আপনাদের পাশে থাকবো কথা দিলাম।
তিনি আরও বলেন, আজ থেকে আমিও এই সংগঠনের একজন অভিভাবক বা সংগঠক প্রেমিক হিসেবে সংগঠনের পাশে থাকার চেষ্টা করব। আজ ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
প্রধান আলোচক মোমেন ইসলাম বক্তব্যে বলেন, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নাম আজ থেকে চট্টগ্রাম বিভাগসহ প্রতিটি জেলা ও থানা পর্যায়ে ছড়িয়ে পড়বে। আমরা যারা স্বেচ্ছাসেবক বা সমাজকর্মী হিসেবে কাজ করি, আমাদের সবাইকে অবগত থাকতে হবে আমরা সবাই দেশের জন্য কাজ করি। এদেশের প্রতিটি রাজনৈতিক দল যার যার ফায়দা এবং রাজনৈতিক ক্যারিয়ার অর্জন করার জন্য চেয়ারে বসার রাজনীতি করে। এ চেয়ার কত লোভনীয় সেটা প্রত্যেকটি দল এবং নেতৃবৃন্দরা জানেন।
আমি সকলের প্রতি অনুরোধ করব, আমরা কে কোন দল করি, সেদিকে না তাকিয়ে দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা কে কোন দল করলাম এই রেষারেষি আমাদেরকে ভুলে যেতে হবে। নতুন প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য যার যার স্থান থেকে কাজ করতে হবে। তাই মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সুন্দর একটি সোনার বাংলা গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো 



































