
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বোদা উপজেলার ০৯ সাকোয়া ইউনিয়নের গোবিন্দগুরু সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
পরে মন্দির কমিটির সভাপতি শ্রী মনীন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছা: রুনা লায়লা, মো: আজিম উদ্দিন, অফিসার ইনচার্জ বোদা থানা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গোবিন্দগুরু তপশিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অনিত্য কুমার বর্মন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের পঞ্চগড় জেলার সদস্য সচিব ও বোদা উপজেলার আহবায়ক অন্নদা প্রসাদ বর্মন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ০৯ নং সাকোয়া ইউনিয়ন ইউনিয়ন সভাপতি সুধন্য রায় সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি 
























