বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে সতর্কবার্তা দিলেন মাস্ক

ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথমবারের মতো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবারের এই বৈঠকে অংশ নিয়ে ইলন মাস্ক সতর্ক করে বলেন, যদি ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) ব্যয় কমাতে না পারে, তাহলে আমেরিকা ‘দেউলিয়া’ হয়ে যাবে। খবর আনাদোলু এজেন্সির।

বৈঠকে কেন্দ্রীয় সরকারের আকার (জনবল ও খরচ) ব্যাপকভাবে কমিয়ে আনতে নিজ প্রশাসনের মনোযোগের ওপর গুরুত্ব দেন ইলন মাস্ক।

বৈঠকের বেশির ভাগ সময়জুড়ে আলোচনায় হয় সরকারের খরচ কমানোর প্রচেষ্টার বিষয়টি, যাতে নেতৃত্ব দিচ্ছেন ইলন মাস্ক। আলোচনায় অংশ নিয়ে মাস্ক নিজেকে ট্রাম্প প্রশাসনের একজন ‘নগণ্য প্রযুক্তিগত সহায়তাকারী’ হিসেবে তুলে ধরেন।

ট্রাম্প প্রশাসনের নতুন বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই) চালানোর দায়িত্বে থাকা মাস্ক জানান, ২০২৬ অর্থবছরের মধ্যে সরকারের এক লাখ কোটি ডলারের ঘাটতি কমিয়ে আনা তাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আগামী সেপ্টেম্বর মাস শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন ৪০০ কোটি ডলার বাঁচানো দরকার।

মাস্ক আরো বলেন, ‘সহজ কথায়, ২ লাখ কোটি ডলার ঘাটতি বয়ে বেড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। বর্তমানে জাতীয় ঋণের ওপর সুদ প্রতিরক্ষা বিভাগের খরচ ছাড়িয়ে গেছে..এটি চলতে থাকলে, কার্যত এই দেশ দেউলিয়া হয়ে পড়বে।

জনপ্রিয়

কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

ট্রাম্পের প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে সতর্কবার্তা দিলেন মাস্ক

প্রকাশের সময় : ০৮:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথমবারের মতো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবারের এই বৈঠকে অংশ নিয়ে ইলন মাস্ক সতর্ক করে বলেন, যদি ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) ব্যয় কমাতে না পারে, তাহলে আমেরিকা ‘দেউলিয়া’ হয়ে যাবে। খবর আনাদোলু এজেন্সির।

বৈঠকে কেন্দ্রীয় সরকারের আকার (জনবল ও খরচ) ব্যাপকভাবে কমিয়ে আনতে নিজ প্রশাসনের মনোযোগের ওপর গুরুত্ব দেন ইলন মাস্ক।

বৈঠকের বেশির ভাগ সময়জুড়ে আলোচনায় হয় সরকারের খরচ কমানোর প্রচেষ্টার বিষয়টি, যাতে নেতৃত্ব দিচ্ছেন ইলন মাস্ক। আলোচনায় অংশ নিয়ে মাস্ক নিজেকে ট্রাম্প প্রশাসনের একজন ‘নগণ্য প্রযুক্তিগত সহায়তাকারী’ হিসেবে তুলে ধরেন।

ট্রাম্প প্রশাসনের নতুন বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই) চালানোর দায়িত্বে থাকা মাস্ক জানান, ২০২৬ অর্থবছরের মধ্যে সরকারের এক লাখ কোটি ডলারের ঘাটতি কমিয়ে আনা তাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আগামী সেপ্টেম্বর মাস শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন ৪০০ কোটি ডলার বাঁচানো দরকার।

মাস্ক আরো বলেন, ‘সহজ কথায়, ২ লাখ কোটি ডলার ঘাটতি বয়ে বেড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। বর্তমানে জাতীয় ঋণের ওপর সুদ প্রতিরক্ষা বিভাগের খরচ ছাড়িয়ে গেছে..এটি চলতে থাকলে, কার্যত এই দেশ দেউলিয়া হয়ে পড়বে।