সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছিনতাইকারীকে ধরে তরুণীর মারধর, ভিডিও ভাইরাল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১৫৩

ছবি: সংগৃহীত

ঢাকার কাজলা ফুট ওভারব্রিজ এলাকায় সন্দেহভাজন এক তরুণ ছিনতাইকারীকে বেঁধে মারধর করছেন এক তরুণী- এমন ভিডিও ছড়িয়েছে ফেইসবুকে।

পুলিশ বলছে, রবিবার গভীররাতে ছিনতাইয়ের সময় জনতা হাতেনাতে দুজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ওই ভিডিওতে দেখা যায়, খুঁটিতে বেঁধে রাখা সন্দেহভাজন ছিনতাইকারীকে বেল্ট নিয়ে মারছেন এক তরুণী। আশপাশের লোকজনও তাকে মারতে উৎসাহ দিচ্ছেন। কেউ কেউ ছিনতাইকারীকে বলছিলেন, ঘটনা স্বীকার করার জন্য। একপর্যায়ে ওই তরুণ বলেন, তিনি খিচুড়ি খেয়ে যাচ্ছিলেন। তখন ওই তরুণী বলেন, সন্ধ্যার সময় ওই এলাকায় তিনিই খিচুড়ি বিতরণ করেছিলেন।

যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘ওই তরুণী কেনাকাটা করে রাত ১২টার দিকে স্বজনদের সঙ্গে বাসায় ফিরছিলেন। কাজলা ওভার ব্রিজের ওখানে তাদের ছিনতাইয়ের চেষ্টা করা হলে জনতার সহায়তায় তারা দুজনকে ধরে ফেলেন। পরে তাদের পুলিশে সোপর্দ করেন তারা। গ্রেপ্তার দুজনের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

রোববারই ঢাকার কয়েকটি স্থানে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৮ জনকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীর কোণাপাড়া এলাকায় বেলা ১২টার দিকে ছিনতাইকারী সন্দেহে তিন সহোদরসহ চারজনকে স্থানীয়রা গণপিটুনি দেয়।

জনপ্রিয়

যশোরে ছুরিকাঘাতে দুই যুবক জখম

ছিনতাইকারীকে ধরে তরুণীর মারধর, ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০২:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

ঢাকার কাজলা ফুট ওভারব্রিজ এলাকায় সন্দেহভাজন এক তরুণ ছিনতাইকারীকে বেঁধে মারধর করছেন এক তরুণী- এমন ভিডিও ছড়িয়েছে ফেইসবুকে।

পুলিশ বলছে, রবিবার গভীররাতে ছিনতাইয়ের সময় জনতা হাতেনাতে দুজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ওই ভিডিওতে দেখা যায়, খুঁটিতে বেঁধে রাখা সন্দেহভাজন ছিনতাইকারীকে বেল্ট নিয়ে মারছেন এক তরুণী। আশপাশের লোকজনও তাকে মারতে উৎসাহ দিচ্ছেন। কেউ কেউ ছিনতাইকারীকে বলছিলেন, ঘটনা স্বীকার করার জন্য। একপর্যায়ে ওই তরুণ বলেন, তিনি খিচুড়ি খেয়ে যাচ্ছিলেন। তখন ওই তরুণী বলেন, সন্ধ্যার সময় ওই এলাকায় তিনিই খিচুড়ি বিতরণ করেছিলেন।

যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘ওই তরুণী কেনাকাটা করে রাত ১২টার দিকে স্বজনদের সঙ্গে বাসায় ফিরছিলেন। কাজলা ওভার ব্রিজের ওখানে তাদের ছিনতাইয়ের চেষ্টা করা হলে জনতার সহায়তায় তারা দুজনকে ধরে ফেলেন। পরে তাদের পুলিশে সোপর্দ করেন তারা। গ্রেপ্তার দুজনের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

রোববারই ঢাকার কয়েকটি স্থানে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৮ জনকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীর কোণাপাড়া এলাকায় বেলা ১২টার দিকে ছিনতাইকারী সন্দেহে তিন সহোদরসহ চারজনকে স্থানীয়রা গণপিটুনি দেয়।