রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুবকের পেটের ভেতর মিলল ৬টি স্বর্ণের বার

ছবি-সংগৃহীত

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গা জীবননগর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পেটের ভিতরে লুকায়িত সাড়ে সাতাশি লাখ টাকা মূল্যের ৭২৮ দশমিক ৯৬ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ সময় মো. রাজ রকি (৩২) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ১১ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জীবননগর বিওপির বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬ টার সময় জীবননগর থানা মোড়ে অভিযান চালায়। এ সময় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে মো. রাজ রকিকে আটক করা হয়। আটককৃত রকিকে প্রথমে জীবননগর বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে স্বর্ণের ব্যাপারে কোনো তথ্য বিজিবির কাছে দেয়নি। পরবর্তীতে রকিকে মলত্যাগ করানো হলে তার মলদার থেকে টেপ দিয়ে মোড়ানো দু’টি পোটলা বের হয়ে আসে। পরে পোটলা দু’টি খুলে ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল, সম্পাদক সাদী

যুবকের পেটের ভেতর মিলল ৬টি স্বর্ণের বার

প্রকাশের সময় : ০১:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গা জীবননগর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পেটের ভিতরে লুকায়িত সাড়ে সাতাশি লাখ টাকা মূল্যের ৭২৮ দশমিক ৯৬ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ সময় মো. রাজ রকি (৩২) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ১১ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জীবননগর বিওপির বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬ টার সময় জীবননগর থানা মোড়ে অভিযান চালায়। এ সময় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে মো. রাজ রকিকে আটক করা হয়। আটককৃত রকিকে প্রথমে জীবননগর বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে স্বর্ণের ব্যাপারে কোনো তথ্য বিজিবির কাছে দেয়নি। পরবর্তীতে রকিকে মলত্যাগ করানো হলে তার মলদার থেকে টেপ দিয়ে মোড়ানো দু’টি পোটলা বের হয়ে আসে। পরে পোটলা দু’টি খুলে ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।