
নীলফামারীর সৈয়দপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুর আমিন রনি (৩৫) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের পৌর ১০ নম্বর ওয়ার্ডের হাওয়াল পাড়ায় এ ঘটনা ঘটে।
বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন।
স্থানীয়রা জানান, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের আকবর আলীর ছেলে নুর আমিন। সে গত তিন মাস যাবৎ হাওয়ালদার পাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। ঘটনার দিন বিকেলে তার মা শিশুাটিকে বাড়িতে না পেয়ে খুঁজতে শুরু করেন। প্রতিবেশী সবকটি বাড়িতে খোঁজার পর কোথাও না পেয়ে হতাশ হন। পরে রিকশাচালক নুর আমিনের বাড়িতে খুঁজতে গেলে সে বাড়ির দরজা বন্ধ করে দেন। এতে শিশুটির মায়ের সন্দেহ হয়। ঘটনাটি এলাকাবাসীকে জানালে ওই রিকশাচালকের বাসায় ঢুকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় বখাটে নুর আমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয়রা আরও জানান, নুর আমিন এলাকায় বসবাস করলেও কারও সঙ্গে চলাফেরা করতো না। সে বিভিন্ন সময় শিশুদের বিভিন্ন প্রলোভনে বাসায় ডেকে নিতো।
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নিজে বাদী হয়ে মামলার দায়ের করেছেন।
নীলফামারী সংবাদদাতা 






































