
মারুফ বাবু,বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ীর পুকুরে মাছ ধরারা সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির শেখ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ীর পুকুরে খেপলা জাল দিয়ে মাছ ধরছিল। তখন হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ বিষয়ে মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, যেহেতু এটি বজ্রপাতে এক ধরণের স্বাভাবিক মৃত্যু। তাই আইনি কোন বিষয় আর এখানে আসছেনা কিংবা থাকছেও না। আর পরিবারেরও কোন অভিযোগ নেই। তাই আইনিও কোন প্রক্রিয়া নেই।
মারুফ বাবু,বাগেরহাট প্রতিনিধিঃ 







































