বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন 

আল মোজাহিদ বাবু ,বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি।।
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ গণঅধিকার পরিষদ(জিওপি) জামালপুরের বকশীগঞ্জ উপজেলা  শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শাহরিয়ার আহম্মেদ সুৃমনকে আহ্বায়ক   ও  আমির হোসেন কে সদস্যসচিব করে কমিটি করা হয়েছে।
গণঅধিকার পরিষদের জেলা  কমিটির সভাপতি ইকবাল হোসেন  ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন দলীয় প্যাডে  স্বাক্ষরিত কমিটি শনিবার  ( ১৯ এপ্রিল ) এই  অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে যুগ্ম আহবায়ক  পদে মোনাহার হোসেন, মোশাররফ হোসেন, সৈকত তালুকদার, ওবায়দুল ইসলাম,সাজ্জাদ তালুকদার, শহিদ আহম্মেদ, হুমায়ুন আহমেদকে রাখা হয়েছে। যুগ্ম সদস্য সচিব  পদে রয়েছেন, বাইজিদ বোস্তামি, গাজী লতিফ, আত্তিকুজ্জামান দিপ্ত, মোশাররফ মন্ডল, রিপন মাহমুদ,।  এছাড়াও কার্যকরী সদস্য  পদে আছেন  আশিক হাসান মনির, লালন সরকার, রাহিদুল ইসলাম,সজিব মিয়া, লিটন মোল্লা, আশরাফুল ইসলাম, আব্দুল সাত্তার খানের নামসহ কমিটি   ঘোষণা করা হয়।
জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন 

প্রকাশের সময় : ০৫:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
আল মোজাহিদ বাবু ,বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি।।
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ গণঅধিকার পরিষদ(জিওপি) জামালপুরের বকশীগঞ্জ উপজেলা  শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শাহরিয়ার আহম্মেদ সুৃমনকে আহ্বায়ক   ও  আমির হোসেন কে সদস্যসচিব করে কমিটি করা হয়েছে।
গণঅধিকার পরিষদের জেলা  কমিটির সভাপতি ইকবাল হোসেন  ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন দলীয় প্যাডে  স্বাক্ষরিত কমিটি শনিবার  ( ১৯ এপ্রিল ) এই  অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে যুগ্ম আহবায়ক  পদে মোনাহার হোসেন, মোশাররফ হোসেন, সৈকত তালুকদার, ওবায়দুল ইসলাম,সাজ্জাদ তালুকদার, শহিদ আহম্মেদ, হুমায়ুন আহমেদকে রাখা হয়েছে। যুগ্ম সদস্য সচিব  পদে রয়েছেন, বাইজিদ বোস্তামি, গাজী লতিফ, আত্তিকুজ্জামান দিপ্ত, মোশাররফ মন্ডল, রিপন মাহমুদ,।  এছাড়াও কার্যকরী সদস্য  পদে আছেন  আশিক হাসান মনির, লালন সরকার, রাহিদুল ইসলাম,সজিব মিয়া, লিটন মোল্লা, আশরাফুল ইসলাম, আব্দুল সাত্তার খানের নামসহ কমিটি   ঘোষণা করা হয়।