মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে বজ্রপাতে আহত ১

প্রতীকী ছবি

মিন্টু কান্তি নাথ, রাজস্থলীঃ

রাঙামাটির রাজস্থলী  উপজেলায়  বজ্রাঘাতে একজন  গুরুতর  হয়েছে। জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে  এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার  বেলা দুইটায়  ঝড়ো হাওয়াসহ প্রচন্ড রকমের বজ্রপাত শুরু হলে রাঙামাটির জুরাছড়ি  উপজেলাধীন সাইসল নামক এলাকায় কাজ করা অবস্থায় বজ্রাঘাতে সাকিল  আহম্মদ  নামের ২২ বছর বয়সী এক যুবক  ঘটনাস্থলেই গুরুতর হয়।  শাকিল উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের শাহাআলম ( করাতির)  ছেলে।

এই ঘটনায়  গুরুতর  আহত শাকিল কে স্থানীয়রা  তাৎক্ষনিক  উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করে। তবে তার অবস্থা আশংকাজনক বলে তার বড় ভাই ইউনুচ ড্রাইবার জানান।

জনপ্রিয়

রাজবাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

রাজস্থলীতে বজ্রপাতে আহত ১

প্রকাশের সময় : ০৭:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

মিন্টু কান্তি নাথ, রাজস্থলীঃ

রাঙামাটির রাজস্থলী  উপজেলায়  বজ্রাঘাতে একজন  গুরুতর  হয়েছে। জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে  এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার  বেলা দুইটায়  ঝড়ো হাওয়াসহ প্রচন্ড রকমের বজ্রপাত শুরু হলে রাঙামাটির জুরাছড়ি  উপজেলাধীন সাইসল নামক এলাকায় কাজ করা অবস্থায় বজ্রাঘাতে সাকিল  আহম্মদ  নামের ২২ বছর বয়সী এক যুবক  ঘটনাস্থলেই গুরুতর হয়।  শাকিল উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের শাহাআলম ( করাতির)  ছেলে।

এই ঘটনায়  গুরুতর  আহত শাকিল কে স্থানীয়রা  তাৎক্ষনিক  উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করে। তবে তার অবস্থা আশংকাজনক বলে তার বড় ভাই ইউনুচ ড্রাইবার জানান।