শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত ট্রেন থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

কক্সবাজারে সমুদ্র দেখে ফেরার পথে চট্টগ্রামে চলন্ত ট্রেন থেকে পড়ে ওসমান গনি (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে পটিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাইকাটি গ্রামের ফজর আলী গাইনের ছেলে। তিনি স্থানীয় দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষার্থী ছিলেন।

ওসমান গনির সঙ্গে থাকা ওই মাদ্রাসার শিক্ষক নাজমুল হুদা জানান, শিক্ষক ও তার স্ত্রীসহ মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী গত রোববার কক্সবাজার বেড়াতে যান। সেখানে পাচঁ দিন বেড়ানো শেষে আজ তারা চট্টগ্রামগামী একটি ট্রেনে করে আসার পথে চলন্ত ট্রেন থেকে পটিয়া রেলস্টেশনের অদূরে একটি ঝুপড়িতে পড়ে যায় ওসমান। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমরোজ জাহান আনিকা জানান, মাথায় আঘাত অবস্থায় ওসমানকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা পর মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর জানান, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

জনপ্রিয়

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: চট্টগ্রামের একই পরিবারের ৩ জনের মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

প্রকাশের সময় : ০৮:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

কক্সবাজারে সমুদ্র দেখে ফেরার পথে চট্টগ্রামে চলন্ত ট্রেন থেকে পড়ে ওসমান গনি (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে পটিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাইকাটি গ্রামের ফজর আলী গাইনের ছেলে। তিনি স্থানীয় দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষার্থী ছিলেন।

ওসমান গনির সঙ্গে থাকা ওই মাদ্রাসার শিক্ষক নাজমুল হুদা জানান, শিক্ষক ও তার স্ত্রীসহ মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী গত রোববার কক্সবাজার বেড়াতে যান। সেখানে পাচঁ দিন বেড়ানো শেষে আজ তারা চট্টগ্রামগামী একটি ট্রেনে করে আসার পথে চলন্ত ট্রেন থেকে পটিয়া রেলস্টেশনের অদূরে একটি ঝুপড়িতে পড়ে যায় ওসমান। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমরোজ জাহান আনিকা জানান, মাথায় আঘাত অবস্থায় ওসমানকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা পর মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর জানান, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।