
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বীণা রাণী বসাক (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার পৌরশহরের বসাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ পৌরশহরের বসাকপাড়া ১নং ওয়ার্ডের মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথ ওরফে ছোট বসাকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,পৌর শহরের কলেজপাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসর অনুষ্ঠান দেখে স্বামী-স্ত্রী বাড়িতে আসে। এর পর দুজনে দুটি পাশাপাশি রুমে ঘুমাতে যায়। গৃহবধূর স্বামী সকালে দেখেন তার স্ত্রী ঘরের সরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বীণা বসাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: 







































