
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
এদিকে, সম্প্রতি যেসব শিশু ও বয়স্ক ব্যক্তি মারা গেছেন, তাদের মধ্যে ২৯ জনের মৃত্যু ক্ষুধাজনিত কারণে হয়েছে বলে নথিভুক্ত করা হয়েছে। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বর্বর হামলা চলছেই। বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে এখন পর্যন্ত হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলের চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ১৯৭ জন।
গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মৃত হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।
এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































