
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি
দেশীয় মুন্ডি ও কাবাব হাউসের আড়ালে, বাঙ্গালহালিয়া বটতল এলাকায় চলছে রমরমা মাদক ব্যবসা। রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী ৫৮ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানটি গতকাল (২৫ই মে) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয় বলে জানান থানার ওসি শাহাজান কামাল ।
ওসি আরোও জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে থানার এসআই মোহাম্মদ মোজাম্মেল হক এবং এ এস আই ধনেশ্বর ত্রিপুরা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বটতলী এলাকায় মুন্ডি ও কাবাব হাউজ নামক দোকানে।
এসময় দোকানের ভিতরে ৩ জন ব্যক্তি অবৈধভাবে পাচারের উদ্যোশে দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে। থানার সঙ্গীয় মহিলা পুলিশ ফোর্স দ্বারা তল্লাশী করে তাদের নিকট হতে ৫৮ লিটার চোলাইমদ জব্দ করেন।
আসামিরা হলেন অংওয়াং রাখাইনের ছেলে ওসিংমং রাখাইন(৩২), রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ শিলক বদ্দারপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আবু তালেব(২৬),একই উপজেলার শিলক দিগির পাড় এলাকার খোরশেদ আলমের ছেলে ওসমান গনি(২৬)কে মাদক সহ আটক করেন চন্দ্রঘোন থানা পুলিশ।
এই বিষয়ে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শিমুল দাশ বলেন আইনি ভাবে মাদকের বিরুদ্ধে কঠিন অভিযান চালানো হোক এবং ইউনিয়ন পরিষদের সকলেই মাদকের বিরুদ্ধে অবস্থানে আছে।
ওসি জানান আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদেরকে সোমবার (২৬ মে) বিধি রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি 







































