
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
কলারোয়ায় তিন স-মিলে টাস্কফোর্সের অভিযানে প্রায় ৪৭ লাখ টাকার কাঠ জব্দ সহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২৬ মে বেলা ১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলা এ অভিযান পরিচালনা করা হয়। কলারোয়ার সীমান্তবর্তী গয়ড়া কলেজ মোড়ে অবস্থিত তিনটি স-মিলে বন বিভাগের অনুমোদনবিহীন এই তিন স-মিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও বন বিভাগের কর্মকর্তার সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। বন বিভাগের অনুমোদন ছাড়া স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে সোমবার সাতক্ষীরা ৩৩ বিজিবির প্রেসবিজ্ঞপ্তি মারফত জানা গেছে।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন। এ সময় বিজিবির পক্ষে সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমসহ ১৫ বিজিবি সদস্য, উপজেলা বন কর্মকর্তা ফরিদুল ইসলামসহ ৩ জন ও ৫ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠানে করাত কল লাইসেন্স বিধিমালা-২০১২ এর ১২ ধারা মোতাবেক স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারি করা হয়। এসময় আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে এই ৩ প্রতিষ্ঠানে আনুমানিক ৪৭ লাখ টাকা মূল্যের প্রায় ৭,৮০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ মজুদ পাওয়া যায়, যা টাস্কফোর্স দল কর্তৃক জব্দ করা হয়। বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকার গোল কাঠ বাবদ ৪৭ লাখ টাকা ও জরিমানা বাবদ ৩০ হাজার টাকা মিলিয়ে সর্বমোট সিজার মূল্য করা হয়েছে ৪৭ লাখ ৩০ হাজার টাকা। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত সোমবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ 






































