বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে জমে উঠেছে পশু হাট

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে রাজবাড়ী জেলার পশুহাট গুলো। ইতিমধ্যে জেলার বিভিন্ন হাটে ক্রেতা বিক্রেতাতে ভিড় লক্ষ্য করা গেছে।
সোমবার, (২৬ মে) জেলা সদরের বানীবহ বাজরে পশুহাটে গিয়ে ক্রতা বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।  হাট কতৃপক্ষ প্যারিস হোসেন জানান গরু ব্যাপারিদের জন্য এবছর আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। সুপেয় পানির ব্যবস্থা করেছি। কোন অপৃতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য আমাদের স্বেচ্ছাসেবী টিম কাজ করছে। গরু ব্যাপারিরা জানান এখন পর্যন্ত ভালই সাড়া পাচ্ছি।  তবে গো খাদ্য দাম বৃদ্ধির কারনে পশু পা লনে খরচ বৃদ্ধি পেয়েছে। যদি এবার ভারত থেকে গরু আসে তাহলে আমরা ক্ষতি  সম্মুখীন হব।
জনপ্রিয়

শীতে বয়ফ্রেন্ডের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে

রাজবাড়ীতে জমে উঠেছে পশু হাট

প্রকাশের সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে রাজবাড়ী জেলার পশুহাট গুলো। ইতিমধ্যে জেলার বিভিন্ন হাটে ক্রেতা বিক্রেতাতে ভিড় লক্ষ্য করা গেছে।
সোমবার, (২৬ মে) জেলা সদরের বানীবহ বাজরে পশুহাটে গিয়ে ক্রতা বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।  হাট কতৃপক্ষ প্যারিস হোসেন জানান গরু ব্যাপারিদের জন্য এবছর আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। সুপেয় পানির ব্যবস্থা করেছি। কোন অপৃতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য আমাদের স্বেচ্ছাসেবী টিম কাজ করছে। গরু ব্যাপারিরা জানান এখন পর্যন্ত ভালই সাড়া পাচ্ছি।  তবে গো খাদ্য দাম বৃদ্ধির কারনে পশু পা লনে খরচ বৃদ্ধি পেয়েছে। যদি এবার ভারত থেকে গরু আসে তাহলে আমরা ক্ষতি  সম্মুখীন হব।