
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও টাইগার শ্রফ প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন। পরিচালক রাজ মেহতা তার নতুন ছবি ‘লগ যা গলে’তে এই দুই তারকাকে নিয়ে আসছেন। ছবিটি প্রযোজনা করবে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস।
এই নতুন জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে দারুণ আশাবাদী নির্মাতারা। ‘গুড নিউজ’ এবং ‘যুগ যুগ জিও’-এর মতো সফল ছবি পরিচালনার পর রাজ মেহতা এবার হাত দিচ্ছেন একটি রিভেঞ্জ অ্যাকশন-ধর্মী ছবিতে, যার কেন্দ্রে থাকবে একটি গভীর প্রেমের গল্প।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রাজ দীর্ঘদিন ধরে এই চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন এবং নতুন একটি জুটি খুঁজছিলেন। জাহ্নবী ও টাইগারকে তার এই গল্পের জন্য আদর্শ মনে হয়েছে। দুজনেই চিত্রনাট্য পছন্দ করেছেন এবং ছবিতে কাজ করতে রাজি হয়েছেন।
‘লগ যা গলে’র শুটিং ২০২৫ সালের শেষের দিকে শুরু হবে। টাইগার শ্রফ বর্তমানে তার ‘বাগি ৪’ ছবির কাজ শেষ করার পরেই এই ছবির শুটিং শুরু করবেন। অন্যদিকে, জাহ্নবী কাপুরও এই মুহূর্তে তার পরবর্তী ছবি সানি সংস্কারি কি তুলসীকুমারী’ নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিটি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
বিনোদন ডেস্ক 


















