
নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বর্হিবিশ্বে দল পরিচালনার অভিজ্ঞতায় খ্যাতিমান নেতা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের ওপর নড়াইলের কালিয়ায় সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্রক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ বিষয়ে বৃহস্পতিবার (১২ জুন ) বিকালে উপজেলার দক্ষিণ যোগানিয়া নিজ বাসভবনে বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপির অন্যতম নেতা অধ্যাপক বি.এম. নাগিব হোসেন এক জরুরি সংবাদ সম্মেলনে হামলার ঘটনাটি বিচার বিভাগীয় তদন্ত ও দলীয় ফোরামের মাধ্যমে ন্যায়বিচারের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন।
বিএনপি নেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ বি.এম. নাগিব হোসেন জরুরি ওই সংবাদ সম্মেলনে বলেন আব্দুল লতিফ সম্রাট শুধু বিএনপির নেতা নন, তিনি বহির্বিশ্বে গণতন্ত্র পুণরুদ্ধারে সবচেয়ে সুসংগঠিত কণ্ঠস্বর। তাঁর নেতৃত্বে ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার ৪২টি দেশে বিএনপিকে সক্রিয় করা হয়। এ মানুষটির ওপর তাঁরই জন্মভূমিতে সন্ত্রাসী হামলা চালানো হয়। এটা রাষ্ট্র ও সমাজের জন্য লজ্জাজনক ঘটনা। ইতোমধ্যে আন্তর্জাতিক শাখার বিভিন্ন নেতারাও এ ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ হামলা কেবল ব্যক্তি সম্রাটের ওপর নয়, এটি বহির্বিশ্বে গড়ে ওঠা জাতীয়তাবাদী শক্তির ওপর সরাসরি আঘাত। তিনি সরকারের প্রতি আহ্বান জানান একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে হামলাকারীদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ, অপরদিকে দলীয় ফোরামের মাধ্যমেও এ বিষয়ে ন্যায়বিচারের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ১৮ মে (রোববার) দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কালিয়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতায প্রধান অতিথি হিসাবে যোগদানকালে উপজেলার বাঐশোন ইউনিয়নের যোগানিয়া নামক এলাকায় সম্রাটের ওপর পরিকল্পিতভাবে পৈশাচিক হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে নিগৃহীত করে। এছাড়াও আব্দুল লতিফ সম্রাট, মুন্সী আসাবুর রহমান, রবিউল ইসলামসহ দলের অন্তত ৫০জন নেতাকর্মী আহত হন।
নড়াইল প্রতিনিধি 







































