শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে আব্দুল খালেক (১৮), আব্দুস সালাম (১৪),ফরহাদ তালুকদার (১৮),শান্ত বেপারী(১৭),সবুজ মিজী (১৮)।
তাদের প্রত্যেকের বাড়ী উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামে।১৩ জুন রাতে গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ঘোড়াধারী গ্রাম থেকে তাদেরকে আটক করে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ২ টি ছুরি,১ টি এন্টি কার্টার,১ টি কাঁচি ও ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আটক হওয়া আব্দুস সালামের বিরুদ্ধে মারামারি, ইভটিজিং সহ অসংখ্য অভিযোগ রয়েছে। ওই এলাকায় কিশোর গ্যাং এর নেতৃত্ব দেন আব্দুস সালাম। সে ঘোড়াধারী গ্রামের আবুল খায়েরের ছেলে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা।বর্তমানে সে একটি নিয়মিত মামলার ২ নম্বর আসামী।কিশোর গ্যাং এর সদস্যদের আটক করায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে এস আই সাকিব বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। শনিবার সকালে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়

তারেক রহমান সপরিবারে যমুনায়

মতলবে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ০১:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে আব্দুল খালেক (১৮), আব্দুস সালাম (১৪),ফরহাদ তালুকদার (১৮),শান্ত বেপারী(১৭),সবুজ মিজী (১৮)।
তাদের প্রত্যেকের বাড়ী উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামে।১৩ জুন রাতে গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ঘোড়াধারী গ্রাম থেকে তাদেরকে আটক করে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ২ টি ছুরি,১ টি এন্টি কার্টার,১ টি কাঁচি ও ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আটক হওয়া আব্দুস সালামের বিরুদ্ধে মারামারি, ইভটিজিং সহ অসংখ্য অভিযোগ রয়েছে। ওই এলাকায় কিশোর গ্যাং এর নেতৃত্ব দেন আব্দুস সালাম। সে ঘোড়াধারী গ্রামের আবুল খায়েরের ছেলে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা।বর্তমানে সে একটি নিয়মিত মামলার ২ নম্বর আসামী।কিশোর গ্যাং এর সদস্যদের আটক করায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে এস আই সাকিব বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। শনিবার সকালে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।