মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চুরির টাকা ভাগ নিয়ে বিরোধ, যুবক খুন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নিমাইকাশারী এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জনি ওই এলাকার শুক্কুর আলীর ছেলে। তার পরিবার জানায়, সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন জনির বাবা। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এলাকাটির নাইটগার্ড আলমগীর হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চুরির কাজে সহযোগিতা করতেন এবং এর বিনিময়ে অর্থ পেতেন বলে জানায় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নিহত জনি ও তার কয়েকজন সহযোগী এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। গত ১৪ জুলাই রাতে চুরির টাকার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। পরে ৩-৫ জন মিলে জনিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ লিফটের গর্তে ফেলে দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

চুরির টাকা ভাগ নিয়ে বিরোধ, যুবক খুন

প্রকাশের সময় : ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নিমাইকাশারী এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জনি ওই এলাকার শুক্কুর আলীর ছেলে। তার পরিবার জানায়, সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন জনির বাবা। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এলাকাটির নাইটগার্ড আলমগীর হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চুরির কাজে সহযোগিতা করতেন এবং এর বিনিময়ে অর্থ পেতেন বলে জানায় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নিহত জনি ও তার কয়েকজন সহযোগী এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। গত ১৪ জুলাই রাতে চুরির টাকার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। পরে ৩-৫ জন মিলে জনিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ লিফটের গর্তে ফেলে দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।