মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাকে তালাক দেওয়ায়, মেয়ের আত্মহত্যা

ছবি-সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলায় বাবার উপর অভিমান করে নুসরাত (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার বড়পই গ্রামের প্রসাদপুর বাজার এলাকায় ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নুসরাত মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামে। সে আকবর আলীর মেয়ে। রিয়াদ নামে তার একটি ১২ বছর বয়সী ছোট ভাই রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে বাবা আকবর আলী মেয়েকে ও ছোট ছেলেকে নিয়ে প্রসাদপুর বাজারের ডা. আব্দুস সালামের বাসায় ভাড়া ওঠেন। পরে গোপনে দ্বিতীয় বিয়ে করেন আকবর। বিষয়টি জানাজানি হলে আকবর তার প্রথম স্ত্রী—নুসরাতের মাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীকে ভাড়া বাসায় নিয়ে আসেন।

এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি এবং বাবার এমন সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়ে নুসরাত। শনিবার দুপুরে সে চিঠি লিখে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে বাবা আকবর আলী ও তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন।

মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নুসরাতের আত্মহত্যার ঘটনাটি স্থানীয় এলাকাবাসী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া ফেলেছে।

জনপ্রিয়

সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

মাকে তালাক দেওয়ায়, মেয়ের আত্মহত্যা

প্রকাশের সময় : ১০:৩২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

নওগাঁর মান্দা উপজেলায় বাবার উপর অভিমান করে নুসরাত (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার বড়পই গ্রামের প্রসাদপুর বাজার এলাকায় ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নুসরাত মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামে। সে আকবর আলীর মেয়ে। রিয়াদ নামে তার একটি ১২ বছর বয়সী ছোট ভাই রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে বাবা আকবর আলী মেয়েকে ও ছোট ছেলেকে নিয়ে প্রসাদপুর বাজারের ডা. আব্দুস সালামের বাসায় ভাড়া ওঠেন। পরে গোপনে দ্বিতীয় বিয়ে করেন আকবর। বিষয়টি জানাজানি হলে আকবর তার প্রথম স্ত্রী—নুসরাতের মাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীকে ভাড়া বাসায় নিয়ে আসেন।

এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি এবং বাবার এমন সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়ে নুসরাত। শনিবার দুপুরে সে চিঠি লিখে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে বাবা আকবর আলী ও তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন।

মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নুসরাতের আত্মহত্যার ঘটনাটি স্থানীয় এলাকাবাসী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া ফেলেছে।