রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের ভাঙল রাফী ও তমা মির্জার প্রেম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২০

ছবি-সংগৃহীত

বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার ঘনিষ্ঠ সম্পর্ক। একসঙ্গে পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া, বিশেষ দিনে একে অপরের পাশে থাকা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণ শুভেচ্ছা বিনিময়—সব কিছুতেই তাদের রসায়ন নজর কেড়েছিল ভক্তদের। যদিও তারা কখনোই সম্পর্কের ধরন নিয়ে স্পষ্ট কিছু বলেননি, কিন্তু ইঙ্গিত ছিল স্পষ্ট—দুজনের মাঝে ছিল বিশেষ কিছু।

এই সম্পর্কের শুরুটা হয়েছিল ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’ দিয়ে, যেটি পরিচালনা করেছিলেন রাফী আর অভিনয়ে ছিলেন তমা। পরে ‘৭ নম্বর ফ্লোর’ প্রজেক্টে আবারও একসঙ্গে কাজ করার সময় গুঞ্জন আরও জোরালো হয়। অনেকেই ধরেই নিয়েছিলেন, তারা প্রেম করছেন।

তবে ২০২৪ সালের শেষ দিকে সেই সম্পর্কের ছন্দপতনের আভাস পাওয়া যায়। এক সাক্ষাৎকারে রাফী সম্পর্ককে ‘ভালো বন্ধুত্ব’ বলে উল্লেখ করলেও তমা সাফ জানিয়ে দেন, ‘ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে না।’

তাদের মধ্যে দূরত্ব থাকলেও ২০২৫ সালের শুরুতে সম্পর্ক আবার উষ্ণ হতে থাকে। মার্চে রাফীর জন্মদিনে তমার উপস্থিতি এবং ঘনিষ্ঠ মুহূর্তগুলো ফের গুজব উসকে দেয়, এমনকি গোপনে বিয়ের সম্ভাবনার কথাও উঠে আসে আলোচনায়।

কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে এবার স্পষ্ট ইঙ্গিত মিলেছে—তমা ও রাফীর সেই সম্পর্ক এখন অতীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তমা জানান, “আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না, কারণ তা একান্তই ব্যক্তিগত। তবে এটুকু বলতে পারি, আমাদের অফস্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা নেই, আর অনস্ক্রিনেও আপাতত একসঙ্গে কাজ করার পরিকল্পনা নেই।”

তমার কথায় স্পষ্ট, সময়ের সঙ্গে সম্পর্কের রূপ বদলায়। প্রেম, বন্ধুত্ব কিংবা অন্যকিছু—যাই হোক, একসময় যা ঘনিষ্ঠ ছিল, তা এখন শুধুই স্মৃতি।

প্রসঙ্গত, একসময় রাফী তার ফেসবুকে তমার জন্মদিনে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “আমি খুব সৌভাগ্যবান, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম।” সেই পোস্টে তমাও মন্তব্য করেছিলেন, “আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান।”

কিন্তু সেই উষ্ণ সম্পর্ক এখন আর আগের মতো নেই। ব্যক্তিগত পথ তারা আলাদা করে নিয়েছেন। একে অপরের জীবনে ছিলেন গুরুত্বপূর্ণ, তবে এখন তারা শুধুই অতীতের পৃষ্ঠা।

জনপ্রিয়

চিকিৎসকরা বললেই লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে: ডা. জাহিদ

ফের ভাঙল রাফী ও তমা মির্জার প্রেম

প্রকাশের সময় : ০৪:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার ঘনিষ্ঠ সম্পর্ক। একসঙ্গে পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া, বিশেষ দিনে একে অপরের পাশে থাকা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণ শুভেচ্ছা বিনিময়—সব কিছুতেই তাদের রসায়ন নজর কেড়েছিল ভক্তদের। যদিও তারা কখনোই সম্পর্কের ধরন নিয়ে স্পষ্ট কিছু বলেননি, কিন্তু ইঙ্গিত ছিল স্পষ্ট—দুজনের মাঝে ছিল বিশেষ কিছু।

এই সম্পর্কের শুরুটা হয়েছিল ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’ দিয়ে, যেটি পরিচালনা করেছিলেন রাফী আর অভিনয়ে ছিলেন তমা। পরে ‘৭ নম্বর ফ্লোর’ প্রজেক্টে আবারও একসঙ্গে কাজ করার সময় গুঞ্জন আরও জোরালো হয়। অনেকেই ধরেই নিয়েছিলেন, তারা প্রেম করছেন।

তবে ২০২৪ সালের শেষ দিকে সেই সম্পর্কের ছন্দপতনের আভাস পাওয়া যায়। এক সাক্ষাৎকারে রাফী সম্পর্ককে ‘ভালো বন্ধুত্ব’ বলে উল্লেখ করলেও তমা সাফ জানিয়ে দেন, ‘ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে না।’

তাদের মধ্যে দূরত্ব থাকলেও ২০২৫ সালের শুরুতে সম্পর্ক আবার উষ্ণ হতে থাকে। মার্চে রাফীর জন্মদিনে তমার উপস্থিতি এবং ঘনিষ্ঠ মুহূর্তগুলো ফের গুজব উসকে দেয়, এমনকি গোপনে বিয়ের সম্ভাবনার কথাও উঠে আসে আলোচনায়।

কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে এবার স্পষ্ট ইঙ্গিত মিলেছে—তমা ও রাফীর সেই সম্পর্ক এখন অতীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তমা জানান, “আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না, কারণ তা একান্তই ব্যক্তিগত। তবে এটুকু বলতে পারি, আমাদের অফস্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা নেই, আর অনস্ক্রিনেও আপাতত একসঙ্গে কাজ করার পরিকল্পনা নেই।”

তমার কথায় স্পষ্ট, সময়ের সঙ্গে সম্পর্কের রূপ বদলায়। প্রেম, বন্ধুত্ব কিংবা অন্যকিছু—যাই হোক, একসময় যা ঘনিষ্ঠ ছিল, তা এখন শুধুই স্মৃতি।

প্রসঙ্গত, একসময় রাফী তার ফেসবুকে তমার জন্মদিনে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “আমি খুব সৌভাগ্যবান, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম।” সেই পোস্টে তমাও মন্তব্য করেছিলেন, “আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান।”

কিন্তু সেই উষ্ণ সম্পর্ক এখন আর আগের মতো নেই। ব্যক্তিগত পথ তারা আলাদা করে নিয়েছেন। একে অপরের জীবনে ছিলেন গুরুত্বপূর্ণ, তবে এখন তারা শুধুই অতীতের পৃষ্ঠা।