বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ সড়ক নিশ্চিতে মতলব উত্তরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে মতলব টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হিল্লোল চাকমা। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর টিম ও মতলব উত্তর থানা পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানটি সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত চলে। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারায় ৯টি মামলায় মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, একটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশের হেফাজতে রাখা হয়।
জনসচেতনতা বাড়ানো ও যানবাহনের লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এই অভিযান এলাকার জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে এবং নিরাপদ সড়ক নিশ্চিতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে গণ্য হচ্ছে।
জনপ্রিয়

দেশের উদ্দেশ্যে বাসভবন ছাড়লেন তারেক রহমান

নিরাপদ সড়ক নিশ্চিতে মতলব উত্তরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

প্রকাশের সময় : ০৮:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে মতলব টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হিল্লোল চাকমা। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর টিম ও মতলব উত্তর থানা পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানটি সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত চলে। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারায় ৯টি মামলায় মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, একটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশের হেফাজতে রাখা হয়।
জনসচেতনতা বাড়ানো ও যানবাহনের লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এই অভিযান এলাকার জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে এবং নিরাপদ সড়ক নিশ্চিতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে গণ্য হচ্ছে।