
বিশ্ব ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার প্রেমিকা জর্জিনা রদ্রিজের বাগদান নিয়ে যখন ইন্টারনেট সরব তখন বলিউড অভিনেত্রী বিপাশা বসু স্মরণ করলেন তার ও রোনালদোর সঙ্গে এক বিশেষ মুহূর্ত। যা এখন আলোচনার জন্ম দিয়েছে অন্তর্জালে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি বিপাশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ২০০৭ সালের এক থ্রোব্যাক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, তিনি রোনালদোর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে আছেন। সেই বছর পর্তুগালের লিজবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে একসঙ্গে একই মঞ্চে ওঠেন তারা। ভিডিওর ক্যাপশনে বিপাশা লেখেন, আইকনিক স্টেজ মোমেন্ট বিপাশা বসু উইথ রোনালদো।
এরপর আফটার পার্টিতেও দেখা হয় দুইজনের। সেই সময়ের একটি ছবি নিয়ে সে সময় বেশ চর্চাও হয়। ছবি দেখে অনেকে ধারণা করেছিলেন, রোনালদো বিপাশা বসুকে চুম্বন করছেন। বিতর্কের সময় বিপাশার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা জন আব্রাহাম।
হঠাৎ রোনালদোর বাগদানের পর নায়িকার এমন ছবি প্রকাশ ভক্তমহলে জন্ম দিয়েছে নানা প্রশ্ন। যদিও এসব প্রশ্নের কোনো ব্যাখ্যা এখনও দেননি অভিনেত্রী।
বিনোদন ডেস্ক 







































