বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

থালাপতি বিজয়ের নামে মামলা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২৭

সংগৃহীত ছবি

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণী সিনেমার অভিনেতা এবং রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয় ও তার ১০ জন বাউন্সারের বিরুদ্ধে অভিযোগভিত্তিক মামলা করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২১ আগস্ট মাদুরাইতে টিভিকে রাজ্য সম্মেলনের সময় একজন সমর্থককে ধাক্কা দিয়ে সাতফুট উঁচু র‍্যাম্প থেকে ঠেলে ফেলা হয়।

অভিযোগকারী সারথ কুমার বলেন, “আমি তাকে দেখতে চেয়েছিলাম, তাই র‍্যাম্পে উঠার চেষ্টা করি, কিন্তু বাউন্সাররা আমাকে নিচে ঠেলে দিল। আমার কিছু চোট লেগেছে, তাই আমি দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করেছি।”

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিজয় প্রায় ৩০০ মিটার দীর্ঘ র‍্যাম্প ধরে হেঁটে যাচ্ছেন। একপর্যায়ে একজন ব্যক্তি রেলিং ধরে রাখার চেষ্টা করছিলেন, পরে বাউন্সারদের ঠেলায় পড়ে যান। এ ছাড়া মামলায় অবৈধ সমাবেশ এবং অপরাধ উস্কে দেওয়ার ধারা অন্তর্ভুক্ত।

জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

থালাপতি বিজয়ের নামে মামলা

প্রকাশের সময় : ১২:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণী সিনেমার অভিনেতা এবং রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয় ও তার ১০ জন বাউন্সারের বিরুদ্ধে অভিযোগভিত্তিক মামলা করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২১ আগস্ট মাদুরাইতে টিভিকে রাজ্য সম্মেলনের সময় একজন সমর্থককে ধাক্কা দিয়ে সাতফুট উঁচু র‍্যাম্প থেকে ঠেলে ফেলা হয়।

অভিযোগকারী সারথ কুমার বলেন, “আমি তাকে দেখতে চেয়েছিলাম, তাই র‍্যাম্পে উঠার চেষ্টা করি, কিন্তু বাউন্সাররা আমাকে নিচে ঠেলে দিল। আমার কিছু চোট লেগেছে, তাই আমি দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করেছি।”

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিজয় প্রায় ৩০০ মিটার দীর্ঘ র‍্যাম্প ধরে হেঁটে যাচ্ছেন। একপর্যায়ে একজন ব্যক্তি রেলিং ধরে রাখার চেষ্টা করছিলেন, পরে বাউন্সারদের ঠেলায় পড়ে যান। এ ছাড়া মামলায় অবৈধ সমাবেশ এবং অপরাধ উস্কে দেওয়ার ধারা অন্তর্ভুক্ত।