
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সম্পদ ও জনগণের অধিকার সুরক্ষায় সৎ চৌকিদারদের হাতে দেশের চাবি তুলে দিতে চাই। দুর্নীতিমুক্ত, জনগণমুখী ও দায়িত্বশীল সমাজ গঠনে জামায়াত বদ্ধপরিকর। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের বঞ্চিত মানুষজনই তাদের প্রধান অগ্রাধিকার। তিনি প্রতিশ্রুতি দেন যে, সমাজের সমস্যা দূর করতে এবং নাগরিকদের অধিকার ফিরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ মাথায় তেল দেব না, যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব। আমাদের প্রাইম সাবজেক্ট হবে দেশের বঞ্চিত মানুষ।
জামায়াত আমির তার বক্তব্যে দেশের সকল নাগরিক পরিষেবায় বঞ্চিতদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি ঘোষণা করেন, জামায়াত থেকে নির্বাচিত কোনো প্রতিনিধি সরকারের প্লট অল্প মূল্যে বা বিনা ট্যাক্সের গাড়িতে চড়বেন না। তাদের মূল লক্ষ্য হবে একটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, চারদলীয় সরকারের সময় জামায়াতের যে দুজন নেতা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। আল্লাহকে ভয় করার এই নীতিই একজন নেতাকে জনগণের সম্পদ ও ইজ্জতের খেয়ানত করা থেকে বিরত রাখে।
ডা. শফিকুর রহমান জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপরও জোর দেন। তিনি বলেন, একা জামায়াত এই পরিবর্তন আনতে পারবে না, বরং দেশের প্রত্যেকটি ঘর এবং পেশা থেকে জনগণকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আমাদের সম্পদ যারা লুট করেছে তাদের হাতে দেশের চাবি আমরা দিতে চাই না। আমাদের সম্পদের যারা চৌকিদার-পাহারাদার হবে, আমরা সেই চাবি তাদের হাতে তুলে দিতে চাই। তিনি এই ওয়াদা পূরণ করার জন্য জনগণের কাছে দোয়া চান।
তিনি আরও বলেন, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে বিদেশে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তিনি নিজের পূর্ণ আস্থা মহান আল্লাহ এবং দেশের চিকিৎসক সমাজের ওপর প্রকাশ করেন এবং দৃঢ়তার সাথে বলেন, সৎ চৌকিদারদের হাতে জনগণের অধিকার নিরাপদ থাকবে।
নিজস্ব প্রতিবেদক 






































