সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মেহেদী হাসান, রাজবাড়ী 
রাজবাড়ীর পাংশায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল ইসলাম রজব (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা মোল্লাবাড়ি গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশার দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন রবিউল ইসলাম। তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলেন, দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এবিষয়টি নিশ্চিত করে  পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন পরবর্তী আইনি পদক্ষেপ চললাম রয়েছে।
জনপ্রিয়

মতলবে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৭

রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
মেহেদী হাসান, রাজবাড়ী 
রাজবাড়ীর পাংশায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল ইসলাম রজব (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা মোল্লাবাড়ি গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশার দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন রবিউল ইসলাম। তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলেন, দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এবিষয়টি নিশ্চিত করে  পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন পরবর্তী আইনি পদক্ষেপ চললাম রয়েছে।