
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৩ আসনের মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি করে না। চাঁদাবাজদের আশ্রয় দেয় না । চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে জামাতের । যারাই সমাজে চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে । সামাজিক ভাবে অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকলে সন্ত্রাসী ও চাঁদাবাজরা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবে না । বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে কাজ করছে। আগামীতে দেশবাসীর কাছে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান করছি । তিনি আরো বলেন, অনেক সংগঠন অফিস তৈরি করে সমাজে চাঁদাবাজি ও সন্ত্রাস কায়েমের জন্য।
কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের অফিস লেখাপড়া ও ভালো কাজ করার জন্য তৈরি করেন । জামাতের অফিসে পাওয়া যাবে কোরআন হাদিস ও ইসলামিক বই সহ বিভিন্ন জ্ঞানগর্ভ সমৃদ্ধ পুস্তক । বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের অফিস থেকে ইসলামিক দাওয়াত দেওয়ার জন্য বই পুস্তক পড়ার আহবান করে থাকে। অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম আজ শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন এর এক নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন ও ওয়ার্ড কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে কথা বলেন । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য এডভোকেট মীর আতাউর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমির মোহাম্মদ ইলিয়াস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঘরিয়া ইউনিয়ন জামাত ইসলামের আমির মোহাম্মদ হানিফ মিয়া ।অনুষ্ঠানে তেঘরিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে তেঘরিয়া ইউনিয়নের শিল্পী বৃন্দ ইসলামিক সংগীত পরিবেশন করেন ।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।। 







































