শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাবতলীতে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ

ছবি-সংগৃহীত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী গ্রামে জমি দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কদমতলী গ্রামের মৃত মহির উদ্দিন মণ্ডলের ছেলে কাজেম মণ্ডলের উপর হামলা চালান তারই ভাই ও ভাতিজারা। গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কাজেম মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জমি দখল নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে অভিযুক্তরা তার বাড়িতে ঢুকে হামলা চালায় এবং ঘরে ভাঙচুর করে। এ সময় পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কাজেম মণ্ডল।

এ ঘটনায় একই গ্রামের ছাইদুর মণ্ডল, সৌরভ মণ্ডল, দোলেনা বেগম ও খাজেম আলী মণ্ডলকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযোগটি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

গাবতলীতে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ

প্রকাশের সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী গ্রামে জমি দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কদমতলী গ্রামের মৃত মহির উদ্দিন মণ্ডলের ছেলে কাজেম মণ্ডলের উপর হামলা চালান তারই ভাই ও ভাতিজারা। গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কাজেম মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জমি দখল নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে অভিযুক্তরা তার বাড়িতে ঢুকে হামলা চালায় এবং ঘরে ভাঙচুর করে। এ সময় পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কাজেম মণ্ডল।

এ ঘটনায় একই গ্রামের ছাইদুর মণ্ডল, সৌরভ মণ্ডল, দোলেনা বেগম ও খাজেম আলী মণ্ডলকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযোগটি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।