
লালমনিরহাট প্রতিনিধি
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পায়। তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এতে সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, কালমাটি ও আদিতমারী উপজেলার গোবর্ধন,মহিষখোচা সহ ৭টি গ্রামের তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়ি ঘরে পানি প্রবেশ করায় বন্যার্তরা উঁচু সড়কে আশ্রয় নিয়েছেন। স্থানীয়রা গবাদি পশু নিয়ে পড়েছেন চরম দুর্ভোগে। পানিতে তলিয়ে রয়েছে ২ হাজার হেক্টর আমন ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ৫টি বিদ্যালয়ে পানি প্রবেশ করায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে তিস্তা নদীর পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। তিস্তা ব্যারেজে পানির গতিপ্রবাহ নিয়ন্ত্রণে ৪৪ টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড ,লালমনিরহাট।
লালমনিরহাট প্রতিনিধি 




























