সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে মাইকিং পুলিশের

ছবি-সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ। বুধবার বিকেলে কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকারঘোষিত সব নিষিদ্ধ সংগঠনের জন্যই এমন নির্দেশনা রয়েছে বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এক মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশায় লুঙ্গি ও জার্সি পরিহিত এক যুবক মাইকিং করে ঘোষণা দিচ্ছেন, এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া বাসা নিলে তাদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্যকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না। এমন ভাড়াটিয়া ধরা পড়লে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আইনগত জবাবদিহির মুখে পড়তে হবে।

ঘোষণায় আরও বলা হয়, নির্দেশ অমান্য করে যদি কেউ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ভাড়া দেন, তাহলে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মাইকিংয়ে ‘আওয়ামী লীগ’ নাম আসায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এটি পরে সংশোধন করা হয়েছে। আসলে সরকারঘোষিত সব নিষিদ্ধ সংগঠনকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে নয়।

জনপ্রিয়

যশোরে স্বর্ণের বারসহ আটক ১

আ.লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে মাইকিং পুলিশের

প্রকাশের সময় : ১১:২৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ। বুধবার বিকেলে কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকারঘোষিত সব নিষিদ্ধ সংগঠনের জন্যই এমন নির্দেশনা রয়েছে বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এক মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশায় লুঙ্গি ও জার্সি পরিহিত এক যুবক মাইকিং করে ঘোষণা দিচ্ছেন, এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া বাসা নিলে তাদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্যকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না। এমন ভাড়াটিয়া ধরা পড়লে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আইনগত জবাবদিহির মুখে পড়তে হবে।

ঘোষণায় আরও বলা হয়, নির্দেশ অমান্য করে যদি কেউ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ভাড়া দেন, তাহলে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মাইকিংয়ে ‘আওয়ামী লীগ’ নাম আসায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এটি পরে সংশোধন করা হয়েছে। আসলে সরকারঘোষিত সব নিষিদ্ধ সংগঠনকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে নয়।