
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলা সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের সভাপতিত্বে ও এস আই মাহফুজ ও জয় চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলর সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম. মতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অরুপ চৌধুরীর, সদস্য সচিব লিটন দাশ।
বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সিনিয়র আহবায়ক হারাধন দাশ, যুগ্ম আহবায়ক সুমন দাশ, উপজেলা সাংগঠনিক সম্পাদক সমীর চক্রবর্তী সাগর, , ডা: নিপুন কান্তি পাল, অসীম চক্রবর্তী, রূপন দাশ, রণি দে, সাজু দাশ প্রমুখ।
সভায় নির্বিঘ্নে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
এসময় সভায় রাঙ্গুনিয়া উপজেলার ১৭০ টি পূজা মন্ডলের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো 







































