বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যখাতকে সাজাবে: কাদের ভূঁইয়া জুয়েল

ছবি: সংগৃহীত

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যখাতকে ঢেলে নতুনভাবে সাজানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নরসিংদীর বেলাব উপজেলার চর-উজিলাব ইউনিয়নের দেওয়ানের গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য মানসম্মত হাসপাতাল প্রান্তিক পর্যায়ে গড়ে ওঠেনি। উপজেলা পর্যায়ে কিছু হাসপাতাল থাকলেও ইউনিয়ন পর্যায়ে সেবার মান নেই বললেই চলে।

এ সময় ক্যাম্পে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রায় দুই হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা দেন অর্থোপেডিক, সার্জারি, শিশু, গাইনি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের ২৫ জন চিকিৎসক। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। এমন সেবায় খুশি হয়ে এলাকাবাসীরা আয়োজকদের ধন্যবাদ জানান।

জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যখাতকে সাজাবে: কাদের ভূঁইয়া জুয়েল

প্রকাশের সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যখাতকে ঢেলে নতুনভাবে সাজানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নরসিংদীর বেলাব উপজেলার চর-উজিলাব ইউনিয়নের দেওয়ানের গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য মানসম্মত হাসপাতাল প্রান্তিক পর্যায়ে গড়ে ওঠেনি। উপজেলা পর্যায়ে কিছু হাসপাতাল থাকলেও ইউনিয়ন পর্যায়ে সেবার মান নেই বললেই চলে।

এ সময় ক্যাম্পে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রায় দুই হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা দেন অর্থোপেডিক, সার্জারি, শিশু, গাইনি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের ২৫ জন চিকিৎসক। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। এমন সেবায় খুশি হয়ে এলাকাবাসীরা আয়োজকদের ধন্যবাদ জানান।