শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ অক্টোবর ২০২৫ তারিখে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। প্রায় ১৪–১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর ও গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মালামাল লুট করে নেয়। এ ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন আহত হন। ডাকাতরা লুটের পর ধানক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা (মামলা নং–১, তারিখ–৫/১০/২০২৫) দায়ের করা হয়।
এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২ সদর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের দিকনির্দেশনায় ৬ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে দুটি পৃথক অভিযানে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালিত হয় সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায়।
গ্রেফতারকৃতরা হলেন:মো. বাবু (৩৪), পিতা–রহম আলী শেখ, সাং–মোহনপুর, থানা–সিরাজগঞ্জ সদর, জেলা–সিরাজগঞ্জ, সাহা (২৯), পিতা–সহিদ, সাং–নতুন সয়দাবাদ, থানা–সিরাজগঞ্জ সদর, জেলা–সিরাজগঞ্জ।
র‌্যাব জানায়, বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা সংশ্লিষ্ট ১৫টি মামলা এবং সাহার নামে তিনটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচি

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ অক্টোবর ২০২৫ তারিখে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। প্রায় ১৪–১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর ও গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মালামাল লুট করে নেয়। এ ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন আহত হন। ডাকাতরা লুটের পর ধানক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা (মামলা নং–১, তারিখ–৫/১০/২০২৫) দায়ের করা হয়।
এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২ সদর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের দিকনির্দেশনায় ৬ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে দুটি পৃথক অভিযানে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালিত হয় সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায়।
গ্রেফতারকৃতরা হলেন:মো. বাবু (৩৪), পিতা–রহম আলী শেখ, সাং–মোহনপুর, থানা–সিরাজগঞ্জ সদর, জেলা–সিরাজগঞ্জ, সাহা (২৯), পিতা–সহিদ, সাং–নতুন সয়দাবাদ, থানা–সিরাজগঞ্জ সদর, জেলা–সিরাজগঞ্জ।
র‌্যাব জানায়, বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা সংশ্লিষ্ট ১৫টি মামলা এবং সাহার নামে তিনটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।