
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
“শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফি ফরিদপুরী নকশবন্দী মাজাদ্দেদী ছাহেব জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ” এই স্লোগানে মুখরিত পরিবেশে আগামী ২৯ নভেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ ও নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে জাকের পার্টির উদ্যোগে ইউনিয়নভিত্তিক মিলাদ মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার সময়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাকের পার্টি মামুদপুর ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদার।
এছাড়াও বক্তব্য রাখেন, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রসূল মজনু, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডা. এস.এম. মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক মতিবুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা সভাপতি মতিয়র রহমান বেলাল, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু শরিফ, জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী মিসেস নাজিরা বেগম,
জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আলম ফিরোজ, সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মো. আচানুর হোসেন নূর, সাধারণ সম্পাদক মো. সৈকত আলী আকন্দ,
মামুদপুর ইউনিয়ন ছাত্র ফ্রন্টের সভাপতি আসমত আলী রিপন,
সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও অসংখ্য সাধারণ মানুষ।
সভায় বক্তারা বলেন, আগামী ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা আরো বলেন, জাকের পার্টি শান্তি, মানবতা ও তরিকতের আদর্শে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, যা দেশের উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় কাজ করে যাচ্ছে।
শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: 



















