বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ রোববার (১২ অক্টোবর)। প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার করা হবে।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক শুনানি হবে। এর আগে তদন্ত কর্মকর্তাসহ ৫৪ জন সাক্ষ্য দেন এই মামলায়।

জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা মো. আলমগীর বলেন, গত ১৫ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন এবং বিরোধী পক্ষকে দমন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল শেখ হাসিনার সরকার।
 
তিনি জানান, জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে ৪১ জেলার ৪৩৮ স্পটে হত্যাকাণ্ড হয়েছে আর মারণাস্ত্র ব্যবহার হয়েছে ৫০ টিরও বেশি জেলায়। সরকারি হিসেবে আন্দোলন দমনে ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
 
যুক্তিতর্ক উপস্থাপন মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের শেষ ধাপ। এটি শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
জনপ্রিয়

যশোরে প্রতারক রবিউল ইসলামের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

প্রকাশের সময় : ১০:২৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ রোববার (১২ অক্টোবর)। প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার করা হবে।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক শুনানি হবে। এর আগে তদন্ত কর্মকর্তাসহ ৫৪ জন সাক্ষ্য দেন এই মামলায়।

জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা মো. আলমগীর বলেন, গত ১৫ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন এবং বিরোধী পক্ষকে দমন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল শেখ হাসিনার সরকার।
 
তিনি জানান, জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে ৪১ জেলার ৪৩৮ স্পটে হত্যাকাণ্ড হয়েছে আর মারণাস্ত্র ব্যবহার হয়েছে ৫০ টিরও বেশি জেলায়। সরকারি হিসেবে আন্দোলন দমনে ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
 
যুক্তিতর্ক উপস্থাপন মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের শেষ ধাপ। এটি শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।