
ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে, চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের একটি বাসায় বিভিন্ন দেশের জালমুদ্রা মজুদ আছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ০৪ টার সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের ৩য় তলার 2B ফ্লাটে অভিযান পরিচালনা করে জাল মুদ্রা ব্যবসায়ী আসামী ১। মোঃ তানবিজ উদ্দিন (২০), পিতা-মোঃ তাজ উদ্দিন, সাং-বিমু বিলছড়ি, থানা-চকরিয়া, জেলা-চট্টগ্রাম এবং তার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামী মোঃ আসিফ (২২), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-বরমা, থানা-চন্দনাইশ, জেলা-চট্রগ্রাম‘কে আটক করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছে থাকা ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত দিরহাম, ইউএস ডলার, মিয়ানমার কিয়াট এবং বাংলাদেশী বিভিন্ন মানের বিপুল পরিমান জালমূদ্রা জব্দ করা হয় যার বাংলাদেশী মূদ্রামান আনুমানিক ২০ কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 






















