সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে চলছে যুক্তিতর্ক উপস্থাপন

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করছেন।

 এরপর পাল্টা যুক্তি তুলে ধরবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এরপর আসামিপক্ষের যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে।
 
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে।
 
তাদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে তা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অপরাধ প্রমাণ করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
 
এদিকে দুপুরে একই ট্রাইব্যুনালে চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন।
 
এছাড়াও ট্রাইব্যুনাল–২ এ আজ আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।
জনপ্রিয়

যশোরে নাশকতার ২ মামলায় আ.লীগের চার নেতা আটক

হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে চলছে যুক্তিতর্ক উপস্থাপন

প্রকাশের সময় : ০১:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করছেন।

 এরপর পাল্টা যুক্তি তুলে ধরবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এরপর আসামিপক্ষের যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে।
 
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে।
 
তাদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে তা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অপরাধ প্রমাণ করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
 
এদিকে দুপুরে একই ট্রাইব্যুনালে চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন।
 
এছাড়াও ট্রাইব্যুনাল–২ এ আজ আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।