
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়কে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে পাংশা মৈশালা বাসষ্ট্যান্ডের সামনে।
জানাগেছে কুষ্টিয়া অভিমুখে চলন্ত অবস্থায় একটি মুরগি বোঝাই কাভার্ড ভ্যান থামিয়ে দেয় র্যাবের পোশাক পরা ১৪ ব্যক্তি। ডাকাতরা নিজেদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য পরিচয় দিয়ে ভ্যানটি থামাতে বাধ্য করে।
কাভার্ড ভ্যানটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-দ ১১-৭৯৯৭, প্রস্তুতকারক প্রতিষ্ঠান এএসআই কোম্পানি (ACI), মডেল ফোটন, রঙ নীল। ওই গাড়িতে চালকসহ তিনজন আরোহী ছিলেন।
ঘটনাস্থলেই ডাকাতরা তাদের মুখে ও হাতে কস্টেপ দিয়ে মুড়িয়ে ফেলে। এরপর একটি প্রাইভেটকারে করে তিনজনকে রাজবাড়ীর দিকে নিয়ে যায়, সঙ্গে নিয়ে যায় মুরগি বোঝাই কাভার্ড ভ্যানটি।
পরে, রাজবাড়ী এলাকায় মুরগির ভ্যানটি ফেলে রেখে, অপহৃত তিনজনকে কুষ্টিয়া জেলার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায় অজ্ঞাত ওই ডাকাতচক্র।
কার্ভাট ভ্যানের মালিক হাসানুজ্জামান বলেন মূরগী নিয়ে ঠাকুরগা থেকে ফরিদপুর যাওয়ার পথে পাংশায় এমন ঘটনার স্বীকার হয়। আমরা কুষ্টিয়া সদর থানায় গিয়েছিলাম তারা ঘটনা পাংশা থানা এলাকায় ঘটেছে বলে আমাদের পাংশায় পাঠিয়েছে আমরা থানায় যাচ্ছি।
এ ঘটনায় ফরিদপুর র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা অংশে একটি ডাকাতির ঘটনা আমরা শুনেছি। প্রাথমিকভাবে শুনেছি, র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। আমাদের টিমের সদস্যরা সেখানে কাজ করছেন।
মেহেদী হাসান, রাজবাড়ী 




































