মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তাদের সিনেমার নাম বদলে গেল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৯

ছবি: সংগৃহীত

আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন সুরজ বরজাতিয়া। শুরুর দিকে ছবিটির নাম ছিল ‘প্রেম কি শাদি’। এবার শোনা যাচ্ছে, ছবিটির নাম বদলে রাখা হয়েছে ‘ইয়ে প্রেম মোল লিয়া’।

সম্প্রতি রবীন্দ্র সিং ভাদৌরিয়া নামে এক ফটোগ্রাফার ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন যেখানে ছবিটির ক্ল্যাপবোর্ডের পাশে একটি ডিএসএলআর ক্যামেরা রাখা আছে। ক্ল্যাপবোর্ডে স্পষ্টভাবে ছবির নাম উল্লেখ করা হয়েছে, ‘ইয়ে প্রেম মোল লিয়া’।

মিড-ডে-এর এক প্রতিবেদন অনুসারে, কান্দিভালিতে এক সপ্তাহব্যাপী শুটিং সম্পন্ন হয়েছে। এই শিডিউলে সুরজ বরজাতিয়া বিশাল আকারে শুটিং করেছেন, যেখানে আয়ুষ্মান খুরানা, শর্বরী, অন্যান্য অভিনেতা এবং ২০০ জন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার রয়েছেন।

মিড-ডে-র প্রতিবেদনে আরো বলা হয়েছে, ছবির পরবর্তী শিডিউল এই সপ্তাহে।

মেহবুব স্টুডিওতে হবে শুটিং। বান্দ্রার শুটিং ভেন্যুতে, দলটি ৮০ ভাগ শুটিং শেষ করার পরিকল্পনা করেছে, যার পরে কিছু বাইরের অংশ বাকি থাকবে।

সব কিছু ঠিকঠাক থাকলে, সিনেমাটির শুটিং ২০২৬ সালের জানুয়ারির মধ্যে শেষ হবে।

জানা গেছে, ছবিটিতে অনুপম খের, সীমা পাহওয়া এবং সুপ্রিয়া পাঠকও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তাদের সিনেমার নাম বদলে গেল

প্রকাশের সময় : ১০:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন সুরজ বরজাতিয়া। শুরুর দিকে ছবিটির নাম ছিল ‘প্রেম কি শাদি’। এবার শোনা যাচ্ছে, ছবিটির নাম বদলে রাখা হয়েছে ‘ইয়ে প্রেম মোল লিয়া’।

সম্প্রতি রবীন্দ্র সিং ভাদৌরিয়া নামে এক ফটোগ্রাফার ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন যেখানে ছবিটির ক্ল্যাপবোর্ডের পাশে একটি ডিএসএলআর ক্যামেরা রাখা আছে। ক্ল্যাপবোর্ডে স্পষ্টভাবে ছবির নাম উল্লেখ করা হয়েছে, ‘ইয়ে প্রেম মোল লিয়া’।

মিড-ডে-এর এক প্রতিবেদন অনুসারে, কান্দিভালিতে এক সপ্তাহব্যাপী শুটিং সম্পন্ন হয়েছে। এই শিডিউলে সুরজ বরজাতিয়া বিশাল আকারে শুটিং করেছেন, যেখানে আয়ুষ্মান খুরানা, শর্বরী, অন্যান্য অভিনেতা এবং ২০০ জন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার রয়েছেন।

মিড-ডে-র প্রতিবেদনে আরো বলা হয়েছে, ছবির পরবর্তী শিডিউল এই সপ্তাহে।

মেহবুব স্টুডিওতে হবে শুটিং। বান্দ্রার শুটিং ভেন্যুতে, দলটি ৮০ ভাগ শুটিং শেষ করার পরিকল্পনা করেছে, যার পরে কিছু বাইরের অংশ বাকি থাকবে।

সব কিছু ঠিকঠাক থাকলে, সিনেমাটির শুটিং ২০২৬ সালের জানুয়ারির মধ্যে শেষ হবে।

জানা গেছে, ছবিটিতে অনুপম খের, সীমা পাহওয়া এবং সুপ্রিয়া পাঠকও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।