
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুসল্লী বাড়ীর নয়ন মুসল্লীর উদ্যোগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় বুড়বুড়িয়া এলাকার মুসল্লি বাড়ি চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদলের আয়োজনে এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি নূর ইসলাম মুসল্লীর সভাপতিত্বে ও যুবনেতা নয়ন মুসল্লীর সার্বিক ব্যবস্থাপনায়, সুন্দর বন ইউনিয়ন বিএপির দপ্তর সম্পাদক ওবায়দুল শেখ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুব নেতা হাসান শেখ, আক্তার মোল্লা, মিশা মৃধা, মহসিন ব্যপারী, রবিউল শেখ মামুন তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, গণমানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
যুবনেতা নয়ন মুসল্লী বলেন, ড. লায়ন ফরিদুল ইসলাম সব সময় জনগণের পাশে থেকেছেন, আগামীতেও থাকবে। গণমানুষের অধিকার আদায় ও দুঃশাসনের অবসান ঘটাতে আমাদের আরও সংগঠিত হতে হবে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।
তারা আসন্ন দিনগুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নির্দেশনামূলক রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান।
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ 






































