
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী বালিয়াকান্দিতে বাংলাদেশ খেলাফত মজলিস এর নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বাদ আছর খেলাফত মজলিস বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত গণসংযোগ পরবর্তী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিস এর সভাপতি মাওলানা মো দেলোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা খেলাফত মজলিস এর সভাপতি ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা। অন্যানের মাঝে আরো বক্তৃতা করেন জেলা শাখার সহ সভাপতি মাওলানা ইউসুফ নোমানী, সাধারণ সম্পাদক মাওলানা মো ইব্রহিম খলিল মোল্লা, জেলা যুব মজলিস এর সভাপতি মুফতি আবু তাহের সহ সভাপতি মাসুদুর, রহমান, বালিয়াকান্দি উপজেলার যুব মজলিস এর সভাপতি হাফেজ মাহাদি হাসান প্রমুখ।
আলোচন সভায় বক্তারা বলেন স্বাধীনতার পরবর্তী ৫৪ বছরে দেশের মানুষ শুধু নিপিড়ন বৈশম্যের স্বীকার হয়েছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানে শৈরাচার হাসিনার পতন হয়েছে মানুষ স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এদেশে পরিচালনায় যদি আলেম ওলামা ক্ষমতায় আসে তাহলে দেশে শান্তি ফিরে আসবে বৈশম্য দূর হবে দূর্নীতি-মাদক মুক্ত হবে দেশে উন্নয়ন হবে। বক্তৃতা শেষে দেশের কল্যানে দোয়া করা হয় সভা পরিচালনায় ছিলেন উপজেলা খেলাফত মজলিস এর সাধারণ সম্পাদক মুফতি কামাল হোসেন।
মেহেদী হাসান, রাজবাড়ী 







































