বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বোমা–অস্ত্রসহ মুড়লির নয়ন আটক

যশোর প্রতিনিধি 
যশোর শহরের মুড়লি মোড় এলাকার বাবু মোটরসের কর্মচারী নয়ন শেখকে বোমা ও ধারালো অস্ত্রসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নজরুল ইসলাম নজিরের বাড়ির ভাড়াটিয়া সোহেলের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহেল পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘর তল্লাশি করে একটি বোমা, একটি তলোয়ার এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এগুলো কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তদন্ত করা হচ্ছে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, উদ্ধার করা অস্ত্র ও বোমা নাশকতা বা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হতে পারে। ঘটনাটি দ্রুত বিচার আইনে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

যশোরে বোমা–অস্ত্রসহ মুড়লির নয়ন আটক

প্রকাশের সময় : ০৯:৪৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
যশোর প্রতিনিধি 
যশোর শহরের মুড়লি মোড় এলাকার বাবু মোটরসের কর্মচারী নয়ন শেখকে বোমা ও ধারালো অস্ত্রসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নজরুল ইসলাম নজিরের বাড়ির ভাড়াটিয়া সোহেলের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহেল পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘর তল্লাশি করে একটি বোমা, একটি তলোয়ার এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এগুলো কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তদন্ত করা হচ্ছে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, উদ্ধার করা অস্ত্র ও বোমা নাশকতা বা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হতে পারে। ঘটনাটি দ্রুত বিচার আইনে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।