
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
৪২ নং জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির মেধাবী ছাত্রী রাইসা মনি আজ সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। তার মৃত্যুতে পরিবার, বিদ্যালয় ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটি মোটরচালিত ভ্যান রাইসা মনিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, রাইসা মনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্রী ছিল। তার অকাল মৃত্যু প্রতিষ্ঠানটির জন্য এক অপূরণীয় ক্ষতি।
এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের শাস্তি ও সঠিক তদন্তের দাবি জানিয়েছে।
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি: 



















