
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতাধীন একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় পাঁচজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকাল নয়টার দিকে মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের সরাপপুর এলাকার প্রায় আট বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উভয় পক্ষই পুকুরে মাছ ছাড়ার দাবি জানায়। শুক্রবার সকালে এক পক্ষ পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় কথা–কাটাকাটির একপর্যায়ে দুপক্ষ ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর রাশেদুল ইসলাম রাসু (৪৫), আলমাছ উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪০), দেলবর হোসেন (৫০) ও লজরুল ইসলাম (৪৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সরাপপুরসহ আশপাশের এলাকা থেকে আরও আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসাধীন ব্যক্তিদের তালিকা সংগ্রহ করা হচ্ছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 




























